আজকের শিরোনাম :

পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপন করবে ইসরায়েল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ১৪:২৬

ঢাকা, ২৮ জুলাই, এবিনিউজ : ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপন করতে যাচ্ছে। সেখানে ফিলিস্তিনি এক নাগরিক তিন ইসরায়েলিকে ছুরিকাঘাত করলে তাদের একজন মারা যায়। এ হামলার ঘটনার পরই ইসরায়েল পশ্চিম তীরে বসতি স্থাপন করতে যাচ্ছে।

শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান এ কথা জানান।

হামাস শাসিত ভূখণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বলেন, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে দুটি পৃথক ঘটনায় ইসরায়েলি সৈন্যরা দুই ফিলিস্তিনি নাগরিককে মাথায় গুলি করার পর এমন ঘোষণা দেয়া হলো। এ দুজনের একজন শিশু। সেখানে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ মৃত্যুর ঘটনা।

ভয়াবহ ছুরি হামলার ঘটনার একদিন পর জেরুজালেমের উত্তরাঞ্চীয় বসতি আদমের বিভিন্ন ইউনিটে নতুন করে ৪শ বসতি স্থাপনের ঘোষণা দিয়ে টুইটারে এক বার্তায় লিবারম্যান লিখেছেন, ‘সন্ত্রাসবাদের সর্বোত্তম জবাব হচ্ছে বসতি স¤প্রসারণ।’

উল্লেখ্য, ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তির অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধাগুলোর অন্যতম হচ্ছে ইসরায়েলের এ বসতি স্থাপন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ