আজকের শিরোনাম :

মার্কিন সেনাদের দেহাবশেষ উ. কোরিয়া থেকে দ. কোরিয়ায় পৌঁছেছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ১২:০৯

ঢাকা, ২৮ জুলাই, এবিনিউজ : যুক্তরাষ্ট্র-কোরিয়া যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ নিয়ে কোরীয় যুদ্ধ বিরতির ৬৫তম বার্ষিকীতে শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি সামরিক কার্গো বিমান উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া পৌঁছেছে।

দেহাবশেষ ফেরতের মাধ্যমে গত মাসে সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বৈঠকে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির আংশিক বাস্তবায়িত হলো।

উত্তর কোরিয়ার ওনসান বন্দর ত্যাগের পর যুক্তরাষ্ট্রের সি-১৭ কার্গো বিমান দক্ষিণ কোরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ওসান বিমান ঘাঁটিতে পৌঁছেছে।

কোরীয় উপদ্বীপের যুদ্ধে ৩৫ হাজারের বেশি মার্কিন সেনা নিহত হয়। এ ছাড়া নিখোঁজ হয় ৭ হাজার ৭০০ মার্কিন সৈন্য। তাদের মধ্যে ৫ হাজার ৩০০ সেনা উত্তর কোরিয়ায় নিখোঁজ হয়।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, যুদ্ধ শেষে ঘরে ফিরেনি এমন ৫ হাজার ৩০০ সেনার দেহাবশেষ অনুসন্ধান করে উত্তর কোরিয়া থেকে দেশে ফিরিয়ে আনতে এটি প্রথম পদক্ষেপ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ