আজকের শিরোনাম :

ফ্রান্সে ২৪ ঘণ্টায় আড়াই হাজারেরও বেশি করোনায় আক্রান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ১৫:১৪

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় আড়াই হাজারেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত মে মাসের পর থেকে দেশটিতে সংক্রমণ তীব্র হয়েছে। সরকারি উপাত্ত থেকে এ কথা জানা গেছে।

কর্মকর্তারা এ পরিস্থিতিকে স্পষ্টতই খারাপ বলে বর্ণনা করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজিএস পাবলিক হেলথ ডিভিশন বলছে, গত একসপ্তাহে ছয় লাখ লোকের করোনা পরীক্ষায় ১১ হাজার ৬শরও বেশি লোক পজিটিভ শনাক্ত হয়েছে। এক সপ্তাহ আগের ১.৬ শতাংশ থেকে সংক্রমণ হার বেড়ে ২.২ শতাংশ হয়েছে।

তবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর সংখ্যা সামান্য কমে ৩৭৯ হয়েছে। করোনা সংক্রমণ শুরুর পর থেকে ফ্রান্সে ৩০ হাজার ৪শ লোক মারা গেছে। ইউরোপে ব্রিটেন ও ইতালির পর এ সংখ্যা তৃতীয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ