আজকের শিরোনাম :

৭ সপ্তাহ পর যুক্তরাজ্যে সর্বোচ্চ সংক্রমণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১৩:৫৯

সরকারি হিসাব অনুযায়ী মঙ্গলবার (১১ আগস্ট) যুক্তরাজ্যে ১ হাজার ১৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে, যা ৭ সপ্তাহ পর দেশে সর্বোচ্চ। 

আগের দিন সোমবার (১০ আগস্ট) পজিটিভ এসেছিল ৮১৬ জনে এবং রবিবার (৯ আগস্ট) তা ছিল ১ হাজার ৬২ জনে। তবে সবশেষ সরকারি পরিসংখ্যানে ২১ জুনের পর সর্বাধিক কোভিড রোগী পাওয়া গেল।

সম্ভাব্য দ্বিতীয় সংক্রমণের ঢেউয়ের আশঙ্কায় থাকা ইউরোপীয় দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাজ্য। এরই মধ্যে মহামারি ফের দেখা দেওয়ায় উত্তর ইংল্যান্ডের কিছু অংশে ঘরে থাকার আদেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘দ্বিতীয় দফার সংক্রমণ এড়াতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করে যেতে হবে। আমি ভীত যে আপনারা আরেকবার মহামারির আশঙ্কায়। গত কয়েক সপ্তাহ আমরা বিভিন্ন জায়গায় তা লক্ষ করেছি।’

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ