তালেবান বন্দিদের মুক্তির ডিক্রিতে সই করলেন আফগান প্রেসিডেন্ট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৯:৫৪

তালেবানের সর্বশেষ বন্দীদলকে মুক্তি দেয়ার ডিক্রিতে সই করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবানের এসব সদস্য ছিল অত্যন্ত উগ্র এবং বোমা হামলা ও হত্যাকাণ্ড ঘটানোর ব্যাপারে শীর্ষ নেতৃত্বের নির্দেশনার প্রতি একান্ত অনুগত।

তালেবানের এসব বন্দির মুক্তির ডিগ্রিতে আফগান প্রেসিডেন্ট সই করলেও বিষয়টি নিয়ে কাবুল কিছুটা চিন্তিত। গতকাল (সোমবার) শেষ বেলায় প্রেসিডেন্ট আশরাফ গনি চূড়ান্তভাবে ৪০০ বন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দেন। প্রেসিডেন্টের দপ্তরের একটি সূত্র ডিগ্রিতে সই করার কথা নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জাভিদ ফয়সাল জানান, আগামী দুই দিনের মধ্যে তালেবানের এসব বন্দীকে মুক্তি দেয়ার কাজ শুরু করবে আফগান সরকার। প্রেসিডেন্ট আশরাফ গণি সরকারের এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

আফগান সরকারের একটি সূত্র জানিয়েছে, আগামী বুধবার তাদের একটি প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহা সফর করবে এবং রোববার থেকে শান্তি আলোচনা শুরু হবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ