আজকের শিরোনাম :

৪০০ তালেবানকে মুক্তি দিচ্ছে আফগান সরকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ২১:০৩

৪০০ কট্টরপন্থি তালেবানকে কারাগার থেকে মুক্তি মুক্তি দিচ্ছে আফগান সরকার। তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনার পদক্ষেপ হিসেবে তাদের মুক্তি দেওয়া হচ্ছে বলে রোববার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আফগান পার্লামেন্ট এক প্রস্তাবে বলেছে, ‘শান্তি প্রক্রিয়া শুরু করতে প্রতিবন্ধকতা অপসারণে এবং রক্তপাত বন্ধে লয়া জিরগা ৪০০ তালেবানকে মুক্তির অনুমোদন দিয়েছে।’

এর কয়েক মিনিট পরই আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, ‘আজ আমি এই ৪০০ বন্দির মুক্তি আদেশে স্বাক্ষর করব।’

গত সপ্তাহে কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানী কাবুলে তিন হাজার ২০০ আফগান সমাজনেতা ও রাজনীতিবিদকে বৈঠকে আহ্বান জানিয়েছিলেন। তালেবানদের মুক্তি দেওয়া উচিত কিনা সেই পরামর্শ চেয়েছিলেন তিনি তাদের কাছে।

চলতি সপ্তাহে দোহায় তালেবানের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা শুরু হবে। এর আগেই প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

গত এক দশকে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে কেবল ২০১৯ সালেই নিহত হয়েছে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ