আজকের শিরোনাম :

বিশ্বে করোনা আক্রান্ত ১ কোটি ৯৮ লাখ মানুষ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ০৮:০৫ | আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৮:০৮

যুক্তরাষ্ট্রের পর, বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে কোভিড নাইনটিনে প্রাণহানি লাখের ঘর ছুঁলো ব্রাজিলে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ। শনিবার বিশ্বজুড়ে সাড়ে ৫ হাজার প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে আড়াই লাখের বেশি।

এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু ৭ লাখ ২৯ হাজার এবং মোট আক্রান্ত ১ কোটি ৯৮ লাখ মানুষ। দিনের সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মারা গেছেন সাড়ে ৯শ’ মানুষ। দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ৬৫ হাজারের বেশি; আক্রান্ত সাড়ে ৫১ লাখ।

এদিন বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ এবং দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করেছে ভারত। ৮৭৫ জনের প্রাণহানিতে মৃতের সংখ্যা সাড়ে ৪৩ হাজার। মহামারির সাত মাসে প্রথমবার একদিনে রেকর্ড ৬৫ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে।

মেক্সিকোতে মৃতের সংখ্যা ৫২ হাজার ছুঁই ছুঁই। বিশ্বের নবম দেশ হিসেবে পেরুতে প্রাণহানি ২০ হাজার ছাড়িয়েছে এবং ১৩তম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকায় ছাড়িয়েছে ১০ হাজার।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ