আজকের শিরোনাম :

ধর্ষণের জন্য দায়ী পর্নোগ্রাফি: বিজেপি মন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০১৮, ১২:৩৯ | আপডেট : ১২ মে ২০১৮, ১২:৪৩

ঢাকা, ১২ মে, এবিনিউজ : ধর্ষণের মতো ঘটনা বৃদ্ধির জন্য পর্নোগ্রাফিকে দায়ী করলেন ভারতের মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী এবং রাজ্যের পুলিশ মন্ত্রী ভুপেন্দ্র সিং৷ ধর্ষণের মতো ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার মন্ত্রী বলেন, ‘দেশ জুড়েই ধর্ষণের মতো ঘটনা বেড়ে গিয়েছে৷ বিকৃত কাম ও পর্নোগ্রাফি এর জন্য কিছুটা হলেও দায়ী৷ আমরা ইতিমধ্যে ২১টি পর্ন সাইট বন্ধ করে দিয়েছি৷ এছাড়াও আরও বেশ কিছু সাইট বন্ধ করার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছি৷’

গত বৃহস্পতিবার রাজ্যের সাগর জেলায় এক নাবালিকাকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে মারা হয়৷ রাজ্যজুড়ে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়৷ মহিলাদের নিরাপত্তা নিয়ে সরকারকে মুণ্ডপাত করে কংগ্রেস সহ বিরোধীরা৷ তার পরই মুখ খোলেন রাজ্যের পুলিশ মন্ত্রী ভুপেন্দ্র সিং৷ ঘটনাচক্রে সাগর জেলাটি তারই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত৷ ধর্ষণের মতো ঘটনার বাড়বাড়ন্তের জন্য পর্ন সাইট ও বিকৃতকামকে দায়ী করেন মন্ত্রী৷ সেই সঙ্গে মৃতের পরিবারকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন৷

যদিও এই পদক্ষেপে চিড়ে ভেজেনি বিরোধী শিবিরে৷ যথারীতি কংগ্রেস এই ঘটনার নিন্দা করে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে রাজ্যকেই কাঠগড়ায় তুলেছে৷ প্রদেশ কংগ্রেস নেতা কমল নাথ মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বলেন, এই ধরনের ঘটনা রাজ্যের লজ্জা৷ ধর্ষণ ও কৃষক আত্মহত্যার ঘটনা দিন দিন বাড়ছে৷ আর রাজ্যের প্রশাসনিক প্রধান ব্যস্ত কর্ণাটক নির্বাচন ও জাতীয় রাজনীতি নিয়ে৷

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মেয়েটির পরিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে ভানদ্রিতে গিয়েছিল৷ বাড়িতে তখন একাই ছিল ১৬ বছরের ওই নাবালিকা৷ সেই সময় রবি নামে এক যুবক বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে৷ এর পর মেয়েটির গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়েটির৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ কিছুদিন আগে রাঁচিতে এক নাবালিকাকে গণধর্ষণের পর বাড়িতে পুড়িয়ে মারে অভিযুক্তরা৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ