আজকের শিরোনাম :

সীমান্ত থেকে সরতে নারাজ চীন, অস্ত্র কেনার হুমকি ভারতের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১৪:২৪

টানা ১৪ ঘণ্টার বৈঠকের পরও পূর্ব লাদাখে ফিঙ্গার এলাকা থেকে সম্পূর্ণভাবে সেনা সরানো নিয়ে উদাসীন চীন। উল্টো দিকে ওই দাবিতে অনড় ভারত।

আগামী ১৭-১৮ জুলাই লাদাখ এবং জম্মু-কাশ্মীর পরিদর্শনে যাবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চলতি মাসের গোড়াতেও লাদাখ যাওয়ার পরিকল্পনা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। পরে তা বাতিল হয়।

এ দিনই আবার ৩০০ কোটি টাকা পর্যন্ত মূল্যের জরুরি অস্ত্র ও সরঞ্জাম কেনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সশস্ত্র বাহিনীকে ছাড়পত্র দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চলতি মাসের গোড়ায় রাজনাথের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকেই সশস্ত্র বাহিনীকে এ ব্যাপারে বিশেষ ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এ দিন সে প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এর ফলে ছ’মাসের মধ্যে অস্ত্র-সরঞ্জামের অর্ডার দিতে পারা যাবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ