আজকের শিরোনাম :

প্রশিক্ষিত কুকুর দিয়ে ধরা হবে করোনাভাইরাস রোগী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১৮:৫৮

চিলির পুলিশ কুকুরকে প্রশিক্ষণ দিচ্ছে যাতে করে যাদের কোভিড-১৯ আছে তাদের গন্ধ শুঁকে শনাক্ত করা যায়।

সাধারণত চিলির পুলিশ তাদের একটি লাব্রাডর এবং তিনটি গোল্ডেন রিট্রিভার কুকুরকে কাজে লাগায় মাদক এবং বিস্ফোরক খুঁজে বের করা বা নিখোঁজ লোকের সন্ধানে।

করোনাভাইরাসের কোন গন্ধ নেই। কিন্তু এই প্রকল্পের সঙ্গে যুক্ত পশুরোগ বিশেষজ্ঞ ফার্নান্দো মারডোনস বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শরীরে যে মেটাবলিক পরিবর্তন হয়, তার ফলে মানুষের ঘামের গন্ধ বদলে যায়। এতে করে কোভিড-১৯ আক্রান্ত মানুষকে আলাদা করে শনাক্ত করতে পারবে কুকুর।

আগামী আগস্ট মাসের মধ্যে কুকুরকে এই কাজে প্রশিক্ষণ দিয়ে রেল স্টেশনে আর বিমানবন্দরে মোতায়েনের কথা ভাবছে পুলিশ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ