আজকের শিরোনাম :

পাকিস্তানে নতুন ইতিহাস সৃষ্টি করলেন হামিদা শহিদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৮, ১১:৪৮

ঢাকা, ২৪ জুলাই, এবিনিউজ : পাকিস্তানে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন হামিদা শহিদ। তিনি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী রক্ষণশীল উপজাতীয় এলাকা দির থেকে পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন।

দির একসময় ছিল তালেবানের শক্ত ঘাঁটি। সেখানে মেয়েদের অধিকার ছিল খুবই কম, তাদের এমনকি ভোট দিতেও দেয়া হতো না।

গত বছরই দিরের এক কাউন্সিল নির্বাচনের ফল গ্রহণ করতে অস্বীকার করেছিল পাকিস্তানের নির্বাচন কমিশন। কারণ সেখানে কোনো নারীই ভোট দেননি।

কমিশন তখন বলেছিল, কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে হলে ওই এলাকার অন্তত ১০ শতাংশ নারী ভোটারকে ভোট দিতেই হবে।

হামিদা শহিদ তারই সুযোগ নিয়েছেন। তিনি সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-এ-ইনসাফের টিকিটে দির আসনে নির্বাচনে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, ‘আমি ভাবলাম, একজন নারী যদি ভোট দিতে পারে, তা হলে সে ভোট চাইতেও পারে।’

এই প্রথম সেখানে একজন নারী নির্বাচনে প্রার্থী হলেন। দির এলাকার পুরুষরা এখনো অভ্যস্ত হচ্ছেন এ নতুন দৃশ্যে- ভোটের জন্য প্রচারাভিযান চালাচ্ছেন একজন নারী।

পাকিস্তানের সবখানেই এ সমস্যা আছে, আছে এমনকি পাঞ্জাবেও, যা দেশটির সবচেয়ে উন্নত প্রদেশ। 

আগামীকাল বুধবার পাকিস্তানের নির্বাচন হবে। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ