আজকের শিরোনাম :

জাপানে রেকর্ড তাপমাত্রা, সতর্কতা জারি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৮, ১১:৪০

ঢাকা, ২৪ জুলাই, এবিনিউজ : জাপানে প্রচণ্ড দাবদাহের কারণে কর্তৃপক্ষ সোমবার নতুন করে সতর্কতা জারি করেছে।

এদিকে রাজধানী টোকিওতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

কর্মকর্তারা বলছেন, গত সপ্তাহে প্রচণ্ড দাবদাহে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। চলতি মাসের প্রথম দুই সপ্তাহে তীব্র তাপমাত্রার কারণে ১২ হাজারের বেশি লোক হাসপাতালে ভর্তি হয়েছে।

তবে কিওদো বার্তা সংস্থার খবরে বলা হয়, কেবল শনিবারে জাপানের বিভিন্ন স্থানে ১১ জনের প্রাণহানি হয়েছে।

টোকিও বাইরে সায়মাতে কুমেগায়ে দেশের নতুন তাপমাত্রার রেকর্ড হয়েছে, ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর প্রথমবারের মতো টোকিওতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে ৪০ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছে।

আবহাওয়া বিভাগের কর্মকর্তা মিনাকো সাকুরিয়া এএফপিকে জানান, যেসব এলাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রি কিংবা তার চেয়ে বেশি সেখানকার লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ