আজকের শিরোনাম :

প্রেসিডেন্ট ট্রাম্প কি মাস্ক ঠিক মতো পরেছিলেন?

  বিবিসি

১৪ জুলাই ২০২০, ১৯:০৫ | অনলাইন সংস্করণ

সোশাল মিডিয়াতে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ছবি ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে মি. ট্রাম্প মুখে একটি মাস্ক পরে আছেন কিন্তু সেটা তিনি ঠিক মতো পরেন নি।

সামরিক একটি হাসপাতাল পরিদর্শনের সময় তার মুখে মাস্ক দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু তাতে তার নাক ঢাকা ছিল না। এই ছবিটি আসল কিনা তা নিয়েও বহু প্রশ্ন উঠেছে।

এর সাথে মিল আছে এরকম আর কোন স্থির চিত্র বা ভিডিও ফুটেজও কোন সংবাদ মাধ্যমে চোখে পড়েনি।

এমনও হতে পারে যে সেসময় হয়তো মাস্কটি নাকের উপর থেকে পিছলে পড়ে গিয়েছিল এবং কেউ একজন তখনই ছবিটি তুলেছিলেন। কিন্তু এসম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায় নি।

ছবির রঙ ঠিক মনে হয় না, ছবির মানও খুব খারাপ, মাস্কের স্ট্র্যাপ মনে হচ্ছে প্রেসিডেন্টের কানের ভেতর দিয়ে চলে গেছে এবং তার মুখ ও চিবুকের গঠনও ঠিক মনে হচ্ছে না।

ছবিটির উৎস কোথায় বিশেষ অনলাইন সার্চ টুল দিয়ে বিবিসি সেটা খুঁজে বের করার চেষ্টা করেছে কিন্তু সেটা কোন অনলাইন সংবাদ মাধ্যমে খুঁজে পাওয়া যায় নি।

এখনও পর্যন্ত নিশ্চিত করে যা বলা যায় তা হচ্ছে এই ছবিটি সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ