আজকের শিরোনাম :

করোনায় ১৩ কোটির বেশি মানুষ ক্ষুধার্ত হবে : জাতিসংঘ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১২:৫১

করোনার কারণে চলতি বছরের শেষে ১৩ কোটির বেশি মানুষ ক্ষুধার্ত হবে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে জাতিসংঘ। 

প্রতিবেদনে বলা হয়েছে, মহামারীর সময়ে দরিদ্র মানুষেরা পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। ফলে ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে ক্ষুধা দূর করার লক্ষ্যমাত্রা ঝুকির মুখে পড়বে। আফ্রিকা মহাদেশে খাদ্য নিরাপত্তা সবচেয়ে কম থাকলেও, লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দেশগুলোতে ক্রমেই ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের সরকারকে কম খরচে পুষ্টিকর খাবার নিশ্চিতে নীতিমালা প্রণয়ন এবং বিভিন্ন খাদ্য প্রকল্পে বিনিয়োগের আহবান জানিয়েছে জাতিসংঘ।

এ ছাড়া নিম্নআয়ের দেশগুলোকে খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি খাতে প্রণোদনা দেয়ার আহবানও জানিয়েছে সংস্থাটি। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের জানাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৩ কোটিরও বেশি মানুষ তীব্র খাদ্য অনিরাপত্তায় পড়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ