আজকের শিরোনাম :

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১১:৩০

ভারি বৃষ্টি ও বন্যার প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এশিয়ার বিভিন্ন দেশ। নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮৫-তে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ ৪৬ জন।    

দেশটির ১৪ জেলার ১১ হাজার বাড়িঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ এ দাঁড়িয়েছে। রাজ্যের ৩৩টির মধ্যে ২৭টি জেলাতেই বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৪ লাখ মানুষ। বিভিন্ন জেলায় ৪৮০টি আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ২৭ জেলার ৬১ হাজার মানুষকে। বিভিন্ন জেলায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যার কারণে এক লাখ হেক্টরের বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আসামের বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ৯৫ শতাংশ বন্যার পানিতে ডুবে গেছে, প্রাণ হারিয়েছে ৪৭টি বন্যপ্রাণী। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ