আজকের শিরোনাম :

আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশে তালেবান হামলায় নিহত ১০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ২১:২৬

আফগানিস্তানে একটি গাড়িতে তালেবানের বোমা বিস্ফোরণ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

সোমবার আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশের জাতীয় সুরক্ষা অধিদপ্তরের কাছে এই ঘটনা ঘটে। প্রাদেশিক সরকারের মুখপাত্র জানিয়েছেন, গাড়ি বোমা হামলার মধ্যে দিয়ে সংঘর্ষের শুরু হয়। এসময় নিরাপত্তাকর্মীদের হাতে চার বন্দুকধারী নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে সামাঙ্গান প্রদেশের গভর্নর বলছেন, হামলায় ১০ জন নিরাপত্তাকর্মী নিহত ও ৫৪ জন আহত হয়েছেন। এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান। দীর্ঘ ১৯ বছর ধরে আফগানিস্তানের নিরাপত্তাবাহিনী ও তালিবানদের মধ্যে চলা যুদ্ধাবস্থার অবসানে জঙ্গিগোষ্ঠীটির সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও থেমে নেই হামলা। গত কয়েকমাসে দফায় দফায় আফগানিস্তানে হামলা চালিয়ে যাচ্ছে তালেবান।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ