আজকের শিরোনাম :

আয় বাড়াতে অনলাইন মদ বিক্রিতেই ভরসা!

  জি নিউজ

১২ জুলাই ২০২০, ১২:১১ | অনলাইন সংস্করণ

মার্চ মাসের শেষে লকডাউন শুরু হওয়ার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোষাগার তলানিতে গিয়ে ঠেকেছে। প্রতিমাসের রাজ্যের আয় যেখানে ছিল ৫ হাজার পাঁচশো কোটি টাকা তা কমে দাঁড়িয়েছে  ২ হাজার কোটি টাকার কম। মে জুন দুই মাসে আয় হয়েছে ৩৩০০ কোটি টাকা। অর্থাৎ মাত্র ৩০ শতাংশ আয় হচ্ছে প্রতি মাসে।  

বার বন্ধ থাকার কারণে মদ বিক্রি থেকে আয় অনেকটাই কমেছে। অনলাইনে মদ বিক্রি করে প্রতিমাসে ৪০ শতাংশ মত আয় হচ্ছে। আগে যেখানে প্রতি মাসের মদ বিক্রি করে আয় হতো হাজার কোটি টাকা এখন তা কমে দাঁড়িয়েছে ৪০০ কোটি টাকা। জিএসটি বাবদ আয়ও কমেছে। আগের তুলনায় আয় হচ্ছে ৩০ শতাংশের কিছু বেশি।  

রেজিস্ট্রেশন বাবদ বছরে আয় হওয়ার কথা ৬৮৭২ কোটি। মদ বিক্রি করে বছরে ১২৭৩১ কোটি আসার কথা।

প্রতি মাসে ৫ হাজার ৫০০ কোটি টাকা আয় হওয়ার কথা। দু মাসে ১১ হাজার কোটি টাকা আয় হওয়ার কথা। হয়েছে মাত্র ৩৩০০ কোটি টাকা।

অনলাইন রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর আর খানিকটা বেড়েছে। যে পরিমাণ আয় হচ্ছে তার বেশিরভাগটাই আসছে অনলাইন রেজিস্ট্রেশন থেকে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ