আজকের শিরোনাম :

বাফেটকে পিছনে ফেলে বিশ্বের অষ্টম বিত্তশালী ব্যক্তি মুকেশ আম্বানি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২০, ১২:৫৬

হিন্দুস্তান টাইমস

বিশ্বের বিত্তবানদের তালিকায় এবার ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি।

বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যানের বাজারমূল্য পৌঁছেছেে ৬৮৩ কোটি ডলার, যা বাফেটের ৬৭৯ কোটি ডলারের তুলনায় অনেকটাই বেশি। এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স। গত মার্চ মাসে সামান্য পতনের পরে আম্বানির ভারতীয় ব্যবসায়র শেয়ারমূল্য দ্বিগুনেরও বেশি বেড়েছে। 

বিশেষ করে রিলায়েন্সের ডিজিটাল ব্যবসায় ফেসবুক ইনকর্পোরেটিভ ও সিলভার লেকের মতো সংস্থা বিনিয়োগ করায় ১৫০ কোটি ডলারেরও বেশি অর্থ লগ্নি হয়েছে রিলায়েন্স ডিজিটাল ব্যবসায়। আবার চলতি সপ্তাহেই বিপি পিএলসি এক কোটি ডলার রিলায়েন্সের খুচরো জ্বালানি ব্যবসায় বিনিয়োগ করেছে। 

বিত্তের উল্লেখযোগ্য বৃদ্ধির জেরে বিশ্বের ধনীতম ১০ ব্যক্তির মধ্যে এশীয় হিসেবে একমাত্র স্থান পেয়েছেন মুকেশ আম্বানি। চলতি সপ্তাহে ওয়ারেন বাফেটের বিত্তের পরিমাণ কমার পিছনে রয়েছে সেবামূলক কাজে তাঁর ২৯ কোটি ডলার দান করার সিদ্ধান্ত। 

বর্তমানে বছর তেষট্টির মুকেশ আম্বানি বিশ্বের অষ্টম ধনীতম ব্যক্তি এবং একাশি বছরে ওয়ারেন বাফেটের নাম তাঁর পরেই, নবম স্থানে রয়েছে।

আম্বানির ব্যবসায়িক সাফল্যের সুবাদে চলতি অর্থবছরে বিশ্বের অন্যতম বিনিয়োগের হটস্পট হিসেবে ভারতের চাহিদা অনেকটাই বেড়েছে। গোটা এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারতে বিনিয়োগের হার আপাতত ১২%, যা ১৯৯৮ সালের পরে উচ্চতম। 

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ