আজকের শিরোনাম :

ব্রাজিলে করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়িয়েছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২০, ০৯:৪২

ব্রাজিলে দীর্ঘ হয়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত একদিনেও প্রায় ১৩শ জনের প্রাণ নিয়েছে ভাইরাসটি। এতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত সাড়ে ১৮ লাখের বেশি মানুষ। তবে আক্রান্তদের অর্ধেকের বেশি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

বাংলাদেশ সময় আজ শনিবার সকাল পর্যন্ত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ২৩৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ লাখ ৪ হাজার ৩৩৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ২৭০ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৭০ হাজার ৫২৪ জনে ঠেকেছে। 

আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ভাইরাসটির এখন প্রধানকেন্দ্র ব্রাজিল, যা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও ব্যাপক প্রভাব ফেলেছে। যার ভয়াবহতার শিকার পেরু, চিলি ও মেক্সিকোর মতো দেশগুলো। যার প্রত্যেকটিতে আক্রান্ত দুই লাখ ছাড়িয়েছে। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ