আজকের শিরোনাম :

নদীর পানিতে ভেসে বাংলাদেশে আসছে ভারতীয় গরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২০, ০১:০৪

পানিতে ভেসে ভেসে বাংলাদেশে আসছে ভারতীয় গরু। মূলত ভারত থেকে পাঠানো হচ্ছে গরু। ইদুল আজহাকে সামনে রেখেই ভারতীয় ব্যবসায়ীরা এদেশে গরু পাঠাচ্ছে।

বর্ষার পানিতে বাংলাদেশে অবলীলায় গরু পাচার হয়ে আসছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের জলে ভেসে প্রতিদিন ভারতীয় গরু ঢুকছে বাংলাদেশে। এমনই দাবি করছে ভারতের একাধিক সংবাদমাধ্যম। সীমান্তে নজরদারিতে ঢিলেমির জন্যই এমন হচ্ছে বলে মনে করছেন অনেকে।

ভারতের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, নদীর পানিতে ভাসিয়ে রোজ রাতে শয়ে শয়ে গরু, মোষ পাচার চলছে। বাংলাদেশের বিভিন্ন উপজেলায় হাটে ভারতীয় গরু বিক্রি হচ্ছে অপেক্ষাকৃত কম দামে। ফলে এদেশের খামার ব্যবসায়ীরা গরুর দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও সদর উপজেলার জলপথে মূলত চোরাকারবার চলছে বলে অভিযোগ।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নজরদারিতে বিন্দুমাত্র ঢিলেমি দেওয়া হচ্ছে না। কিন্তু বর্ষায় নদ-নদীতে পানি বেড়ে যাওয়ায় পরিস্থিতির সুযোগ নিচ্ছে চোরাকারবারিরা। কোরবানি ইদের আগে বাংলাদেশের কিছু অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে জানানো হচ্ছে। হাটে বিক্রির আগে এসব গরু, মোষের স্বাস্থ্য পরীক্ষার কোনও ব্যবস্থা থাকছে না। ফলে ঝুঁকিও রয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ