আজকের শিরোনাম :

বিশ্বব্যাপী একদিনে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ১৭:০৪

বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ দুই লাখ ২২ হাজার ৮২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মোট শনাক্ত হওয়া রোগী ১ কোটি ২৪ লাখ। এছাড়া নতুন আরো সাড়ে ৫ হাজারসহ মোট মৃত্যু ৫ লাখ ৫৭ হাজারের বেশি। সুস্থ হয়েছেন প্রায় ৭২ লাখ মানুষ।

ভারতে গত দু'দিন ধরেই দৈনিক ২৫ হাজার করে শনাক্ত হচ্ছে। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে রেকর্ড ২৫ হাজার ৭৯০ জন। ভারতে মোট শনাক্ত প্রায় ৮ লাখ। ২৪ ঘন্টায় নতুন ৪৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হলো।

এদিকে, যুক্তরাষ্ট্রেও দ্বিতীয় দিনের মতো ৬১ হাজারের বেশি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৩২ লাখ ছাড়িয়েছে। নতুন করে ৯৬০ জন মোট মৃত্যু এক লাখ ৩৫ হাজারের বেশি। ব্রাজিলেও শনাক্ত হয়েছে ৪২ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা সাড়ে ১৭ লাখের বেশি। দক্ষিণ আমেরিকায় মোট শনাক্ত ১৭ লাখের বেশি। মোট মৃত্যু এক রাখ ছাড়িয়েছে।

করোনার সংক্রমণ বেড়েছে সাউথ আফ্রিকাতেও। ২৪ ঘন্টায় সাউথ আফ্রিকায় রেকর্ড শনাক্ত হয়েছে ১৩ হাজার ৬৭৪ জন। এ নিয়ে মোট ২ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। আর মোট মৃত্যু হয়েছে প্রায় চার হাজার।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ