আজকের শিরোনাম :

কীভাবে এনকাউন্টার করা হল ‘কুখ্যাত ডন’ বিকাশ দুবেকে?

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ১৩:৪৪

আট পুলিশকর্মীকে হত্যার ঠিক আট দিনের মাথায় ভারতীয় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল  ‘কুখ্যাত ডন’ বিকাশ দুবের।

দেশটির পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে কানপুরের ভৌতির কাছে ঘটনাটি ঘটেছে। 

উত্তরপ্রদেশ পুলিশের বিবৃতি অনুযায়ী কীভাবে বিকাশ দুবের এনকাউন্টার করা হয়েছে, দেখে নিন সেই ঘটনাপ্রবাহ :

১) মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে বিকাশকে কানপুরে আনছিল উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

২) কানপুরের ভৌতির কাছে উলটে যায় কনভয়ের একটি গাড়ি। সেই গাড়িতেই ছিল বিকাশ। দুর্ঘটনায় আহত হয় সে। আহত হন কয়েকজন পুলিশকর্মীও।

৪) আহত পুলিশকর্মীর পিস্তল নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ। তার পিছু নেয় পুলিশ।

৫) বিকাশকে আত্মসমর্পণ করতে বলে পুলিশ। কিন্তু তা না করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

৬) আত্মরক্ষায় পালটা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হয় বিকাশ।

৭) তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।

 

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ