আজকের শিরোনাম :

জেনারেল সোলাইমানি হত্যার পূর্ণ প্রতিবেদন পেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ১৮:৫১

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার তদন্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবার মানবাধিকার কমিশনে পেশ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যাগনেস ক্যালামার্ড।

অ্যাগনেস ক্যালামার্ড এই প্রতিবেদনে বলেছেন, জেনারেল সোলাইমানিকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। ক্যালামার্ডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি দেশের উচ্চপদস্থ একজন কর্মকর্তাকে তৃতীয় একটি স্বাধীন ও সার্বভৌম দেশে হত্যা করা হয়েছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

অ্যাগনেস ক্যালামার্ড এটাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেছেন, কাসেম সোলাইমানি ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দর থেকে যখন বের হচ্ছিলেন, তখন তার গাড়িবহরে হামলা ও তাকে হত্যার কোনো কারণ দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। এই হামলার পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণও হাজির করতে পারেনি দেশটি।

অ্যাগনেস ক্যালামার্ড ওই প্রতিবেদনে উল্লেখ করেছেন, সোলাইমানিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অস্ত্রবহনকারী ড্রোনের মাধ্যমে। এই হামলার জন্য দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। ক্যালামার্ড আরও লিখেছেন, এই হামলা জাতিসংঘের সনদের লঙ্ঘন।

তিনি আরও জানিয়েছেন, ড্রোন ব্যবহারের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। কিন্তু যুদ্ধে ড্রোন ব্যবহার করছে বিভিন্ন দেশ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ