আজকের শিরোনাম :

ফেসবুক, ইনস্টাগ্রাম, জুম,পাবজি-সহ ৮৯ অ্যাপ ব্যবহারে ভারতীয় সেনাবাহিনীর নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ১০:৪২

এবার থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্রু কলার, জুম-সহ ৮৯ টি অ্যাপ ব্যবহার করতে পারবেন না জওয়ান এবং আধিকারিকরা। এমনই নির্দেশ দিল ভারতীয় সেনা। সূত্র উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

গত মাসে টিকটক-সহ ৫৯ টি যে চীনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল ভারতের কেন্দ্র সরকার, সেগুলি ছাড়াও আরও ৩০ টি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা চাপিয়েছে দেশটির সেনা। তার মধ্যে যেমন রয়েছে মেসেজিং, ই-কমার্স অ্যাপ, তেমনই রয়েছে সোশ্যাল মিডিয়া, ভিডিয়ো হোস্টিং, কনটেন্ট শেয়ারিং, ডেটিং, মিউজিক, খবরের অ্যাপও। সেগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল - ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্রু কলার, জুম, পাবজি, হাঙ্গামা, হাইক, ভাইবার, জেন্ডার, টিন্ডার স্ন্যাপচ্যাট, নিউজ ডগ, ডেইলি হান্ট, আলি এক্সপ্রেস ইত্যাদি।

অর্থাৎ শুধু চীনা অ্যাপ নয়, বিভিন্ন দেশের অ্যাপের ক্ষেত্রেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

ভারতীয় সেনার সূত্র উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, তথ্য ফাঁস রুখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। যে জওয়ান এবং সেনা আধিকারিকদের ফোনে ওই ৮৯ টি অ্যাপ আছে, তা অবিলম্বে ডিলিট করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এএনআই।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ