ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ১৩:০০

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ উপকূলে সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  তবে এতে সুনামি সর্তকতা জারি করা হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনায় প্রাণহানির কোনও খবরও পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬।  উৎপত্তিস্থল ছিল জাভা প্রদেশের বাতাং থেকে ৯৪ কিলোমিটার উত্তরে।  ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫২৮ কিলোমিটার।

তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-তত্ত্ব সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১,  যা সুনামি সৃষ্টির ক্ষেত্রে যথেষ্ট নয়। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ