আজকের শিরোনাম :

ভারতে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল

  হিন্দুস্তান টাইমস

০৭ জুলাই ২০২০, ১০:৫০ | অনলাইন সংস্করণ

ভারতে করোনাভাইরাস মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেল। একইসঙ্গে সুস্থতার হার ৬১ শতাংশের গণ্ডি পার করল।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সাকল আটটা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৯,৬৬৫। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২২,২৫২ জন আক্রান্তের হদিশ মিলেছে। টানা পাঁচ দিন আক্রান্তের সংখ্যা ২০,০০০ পার করলেও গত দু'দিনের তুলনায় নয়া সংক্রমিতের সংখ্যা কিছুটা কমেছে। ওই পাঁচ দিনে দেশে ৯৪,১২১ জন আক্রান্তের হদিশ মিলেছে।

দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য করলেও মৃতের সংখ্যা ২০,০০০-এর গণ্ডি পার করল। আপাতত ভারতে ২০,১৬০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৬৭ জন মারা গিয়েছেন। সোমবারের তুলনায় অবশ্য দৈনিক মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যদিও সপ্তাহখানেক আগে মৃত্যুর হার তিন শতাংশ ছিল। মঙ্গলবার তা কমে ২.৮ শতাংশ ঠেকেছে।

অন্যদিকে, গত ২৪ গণ্টায় ১৫,৫১৫ জন করোনা আক্রান্ত সেরে উঠেছেন। তার জেরে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯,৯৪৭। স্বভাবতই সুস্থতার হারও বেড়েছে। আপাতত দেশে সুস্থতার হার ৬১.১৩ শতাংশ।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ