আজকের শিরোনাম :

প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিবেন র‌্যাপার কেনি ওয়েস্ট, এলন মাস্কের সমর্থন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১৩:১৪

জনপ্রিয় হিপহপ গায়ক ও উদ্যোক্তা কেনি ওয়েস্ট এক সোশ্যাল মিডিয়া লাইভে শনিবার জানালেন, চলতি বছরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এর পর তাকে সমর্থন জানান শীর্ষ উদ্যোক্তা এলন মাস্ক।

‘২০২০ ভিশন’ হ্যাশট্যাগ নিয়ে কিম কার্দাশিয়ানের স্বামী আরও জানান, খোদার ওপর আস্থা রেখে আমেরিকা গঠনের প্রতিশ্রুতি সবাইকে উপলব্ধি করতে হবে। যাতে সবার লক্ষ্য একীভূত হয় ও সুন্দর ভবিষ্যত গড়ে উঠে। তাই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়বেন।

নির্বাচনের চার মাসে আগে এই ঘোষণায় টুইটারে অনেকে গায়ককে অভিনন্দন জানিয়েছেন। অবশ্য কেউ কেউ তার প্রকৃত অভিপ্রায় নিয়ে সন্দেহগ্রস্ত।

তবে টুইটারে এক প্রতিক্রিয়ায় এলন মাস্ক লেখেন, “তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।”

অবশ্য কেনি ওয়েস্টের নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে কোনো তথ্য নেই। এমনকি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হালনাগাদ করেননি, সেখানে তিনদিন আগে মাস্কের সঙ্গে দেওয়া ছবি দেখা যাচ্ছে।

এর আগেই প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেন কেনি ওয়েস্ট। ২০১৫ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে ‘ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ গ্রহণের পর ২০২০ সালের নির্বাচনে অংশগ্রহণের কথা তুলেছেলেন।

এখন দেখার অপেক্ষা বর্ণবাদবিরোধী আন্দোলনের সমর্থক এই গায়ক সামনে কী পদক্ষেপ নিতে যাচ্ছেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ