আজকের শিরোনাম :

সোলাইমানি হত্যাকাণ্ড তাকফিরি সন্ত্রাসীদের জন্য সবচেয়ে বড় উপহার: শামখানি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ০১:২১

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো ও তাদের মিত্রদের জন্য আমেরিকার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার।

জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের মামলার ফলোআপ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে আলী শামখানি এসব কথা বলেন। তিনি বলেন, জেনারেল সোলাইমানি এবং আবু মাহদি আল-মুহান্দিসের বিরুদ্ধে আমেরিকার ক্ষোভের প্রধান কারণ ছিল তারা তাকফিরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

আলী শামখানী বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে এই দুই কমান্ডারের অবদানের কথা সারা বিশ্বের স্বীকার করা উচিত। তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে তাকফিরি সন্ত্রাসবাদ বিশ্বের বহু জায়গায় ছড়াতে পারে নি।

এর আগে, তেহরানের প্রসিকিউটর আলী কাসি মেহের জানান, ইন্টারপোলের মাধ্যমে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আমেরিকার ৩৬ জন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তিনি বলেন, এসব ব্যক্তির বিরুদ্ধে হত্যা এবং সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ