আজকের শিরোনাম :

শিং জিনপিংয়ের আসন্ন সফর বাতিল চায় জাপানের ক্ষমতাসীন দল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ১৮:৫০

চীনা প্রেসিডেন্টের আসন্ন সফর বাতিল করতে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এমপিরা একটি প্রস্তাব দিয়েছে সংসদে।

আজ শুক্রবার উত্থাপিত এই বিলে হংকংয়ের নতুন নিরাপত্তা আইন নিয়ে তীব্র নিন্দা জানানো হয়। আইনপ্রণেতারা এসময় হংকং আটক আন্দোলনকারীদের মুক্তি দিতে বেইজিং এর প্রতি আহ্বান জানান। 

এছাড়া প্রস্তাবে, হংকংয়ের অধিবাসীদের আরো ওয়ার্কিং ভিসা দিতেও জাপান সরকারের প্রতি আহ্বান জানানো হয়। করোনাভাইরাস মহামারির কারণে শি জিনপিং এর সফর আপাতত স্থগিত। মহামারি শেষ হলে চীনা প্রধানের জাপান সফরের কথা রয়েছে।

এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাপানি আইন প্রণেতারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে, যা একেবারেই কাম্য নয়।  

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ