আজকের শিরোনাম :

পাপুলের সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগে কারাগারে আরো ২ কুয়েতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ১৮:৩৮

মানবপাচার ও ভিসা বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের সঙ্গে ঘুষ লেনদেনে সম্পৃক্ততার অভিযোগে দুই কুয়েতিকে কারাগারে পাঠানো হচ্ছে। সরকারি কৌঁসুলি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে শুক্রবার কুয়েতি সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আটক দুই কুয়েতির মধ্যে এক জন জনশক্তি সংস্থার কর্মকর্তা এবং অপর জন দেশটির পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির সাবেক প্রার্থী।

গত সপ্তাহে সংসদ সদস্য পাপুলের বিরুদ্ধে আরও তদন্তের জন্য তাকে ২১ দিনের জন্য কারাগারে পাঠানোর আবেদন করেছিলেন সরকারি কৌঁসুলি। বাংলাদেশের এই সংসদ সদস্যের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মঙ্গলবার কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সহকারি আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জাররাহকে বরখাস্ত করা হয়।

সূত্রের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, দীর্ঘ এই তদন্তে আরও চমক অপেক্ষা করছে। পাপুলের সঙ্গে ঘুষ লেনদেন ও মানবপাচারে সংশ্লিষ্টতায় আরও হাই প্রোফাইল কর্মকর্তাদের নাম বেরিয়ে আসছে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ