আজকের শিরোনাম :

সৌদির তেল শোধনাগারে হামলায় ইরান জড়িত: জাতিসংঘ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১৬:১৮

ইরানের বিরুদ্ধে সৌদি আরবের তেল শোধনাগারে হামলায় ইরানের সংশ্লিষ্টতা পেয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২ জুলাই) এক ভিডিও কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঠিক আগে এমন খবর দেশটির ওপর নিঃসন্দেহে নতুন করে নেতিবাচক প্রভাব ফেলবে। এ বছরের ১৮ অক্টোবর ইরানের ওপর থেকে ওই অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা আছে।

জাতিসংঘের প্রকাশিত নতুন তদন্ত রিপোর্টে বলা হয়, ইরান মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করছে। ইসলামী এ প্রজাতন্ত্রটি ইয়েমেন, ইরাক, সিরিয়া ও লেবাননের সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়নের পাশাপাশি অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে।

২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদির বৃহৎ তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ