আজকের শিরোনাম :

লকডাউন ভঙ্গের দায়ে সন্তানকে পুলিশে দিলেন কলাম্বিয়ার মেয়র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১৩:৫৮

অনেক দেশেই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা অথবা তাদের আত্মীয়স্বজনরা লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করেছেন। কিন্তু কলাম্বিয়ার একজন মেয়র এ সংক্রান্ত আইন ভঙ্গ করায় তার সন্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন।

উত্তরাঞ্চলীয় একটি শহরের মেয়র কার্লোস হিগিন্স ভিল্লানুয়েভা তার ছেলে, ভাগ্নে ও তাদের একজন বন্ধুকে লকডাউন অমান্য করায় নিজের গাড়িতে করে পুলিশ স্টেশনে নিয়ে গেছেন।

স্থানীয় একটি রেডিওকে তিনি বলেছেন, লোকজনের কাছে শুনেছেন যে এই তারা একটি বাড়িতে জড়ো হয়ে মদ খাচ্ছিল। গৃহীত পদক্ষেপের প্রতি আমার আত্মীয়স্বজনকেই তো সবার আগে সম্মান জানাতে হবে। আমার শহরের বাসিন্দাদের জীবন তাদের কারণে ঝুঁকির মুখে পড়বে সেটি আমি হতে দেব না।

তার এই কাজের জন্য তিনি ব্যাপক প্রশংসিত হচ্ছেন।

কলাম্বিয়ায় ৯৫ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৩ হাজার ৩৭৬ জন। 
তথ্যসূত্র : বিবিসি বাংলা

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ