আজকের শিরোনাম :

মিয়ানমারের পাথর খনিতে ধস, মৃত ৫০ শ্রমিক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১২:৫৭

মিয়ানমারের জেড খনিতে ভয়াবহ ধস নেমে মৃত্যু হল কমপক্ষে ৫০ জন শ্রমিকের। একথা জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস এবং তথ্য মন্ত্রণালয়।

একটি ফেসবুকে পোস্টে ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়, উত্তর মায়ানমারের কাছিন রাজ্যের জেড-সমৃদ্ধ পাক্তান এলাকার খনিতে অলঙ্কারে ব্যবহৃত পাথর সংগ্রহ করছিলেন খনি শ্রমিকরা। তুমুল বৃষ্টির জেরে ‘কাদার স্রোত’-এ চাপা পড়ে তাঁরা মৃত্যু হয়েছে। সাধারণত জেড হল একধরনের সবুজ পাথর, যা অলঙ্কারে ব্যবহৃত হয়। সেই অলঙ্কারের চাহিদাও বেশি।

ফায়ার সার্ভিসকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, এখনও পর্যন্ত ৫০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।

উল্লেখ্য, জেড-সমৃদ্ধ পাক্তান এলাকার খনিগুলির পরিকাঠামো অত্যন্ত নিম্নমানের বলে একাধিক সময়ে অভিযোগ উঠেছে। খনির মধ্যে প্রায়শই ধস-সহ অন্যান্য দুর্ঘটনার খবর মেলে। তাতে অনেকের মৃত্যুও হয়েছে। খনিগুলির আশপাশে যে গ্রামগুলি আছে, সেখানকার বাসিন্দারাও সারাক্ষণ আতঙ্কে কাটান - এই বুঝি ধস নামল।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ