আজকের শিরোনাম :

মেক্সিকোতে বন্দুকধারীর হামলায় নিহত ২৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১২:৩৯

মেক্সিকোতে বন্দুকধারীর হামলায় ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন।

পুলিশ জানিয়েছে, ইরাপুয়াতো শহরের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে একটি সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

গুয়ানাজুয়াটা শহরের অ্যাটর্নি জেনারেল ক্যার্লোস জামারিপা বলেছেন, হামলার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

পুলিশের মাধ্যমে পাওয়া স্থানীয় রিপোর্টারদের ছবিতে অন্তত ১১ জনের রক্তাক্ত দেহ রুমে পড়ে থাকতে দেখা গিয়েছে।

চরম সহিংসতা বন্ধের আশ্বাস দিয়ে ১৯ মাস আগে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল অন্যতম ভয়াবহ হামলা। গত বছর নরহত্যার রেকর্ড হয়েছিল দেশটিতে এবং ২০২০ সালেও তা কমার লক্ষণ নেই।

গত মাসেও ইরাপুয়াতো শহরে আরেকটি মাদক পুনর্বাসন কেন্দ্রে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়। এর আগে গত বছরের আগস্টে একটি পানশালায় সশস্ত্র হামলায় নিহত হন ২৬ জন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ