আজকের শিরোনাম :

রোহিঙ্গা নিপীড়ন: ৩ সেনা কর্মকর্তাকে শাস্তি দিল মিয়ানমার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২০, ২১:১০

রোহিঙ্গা নিপীড়নের দায়ে তিন সেনা কর্মকর্তাকে শাস্তি দিয়েছে মিয়ানমার। মঙ্গলবার সেনা প্রধানের অফিস থেকে জানানো হয়, সামরিক আদালতে ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে, শাস্তি পাওয়া সেনা কর্মকর্তাদের পরিচয়, তাদের অপরাধ ও শাস্তি সম্বন্ধে কিছু জানানো হয়নি।

২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর ব্যাপক নির্যাতন চালানোর অভিযোগ উঠে। গণহত্যা-ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে তাদের বিচারের দাবি উঠে বিশ্বজুড়ে। ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত কিছু ঘটনার বিচারের ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী।

এরপর, ১০ জন রোহিঙ্গাকে হত্যার দায়ে ২০১৮ সালে এক সামরিক আদালতে সাত সেনা সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। তবে, এক বছরেরও কম সময়ের মধ্যে ছাড়া পেয়ে যায় সবাই।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ