আজকের শিরোনাম :

দ্বীপ রাষ্ট্র ফিজি এখন করোনামুক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২০, ০০:৫৭

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ফিজিকে শুক্রবার করোনাভাইরাস-মুক্ত ঘোষণা করা হয়েছে। দেশটিতে সর্বোচ্চ ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়। খবর বার্তা সংস্থা এএফপির।

দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা এক টুইটে জানান, ফিজির সবশেষ কোভিড–১৯ রোগীকে সুস্থতার ছাড়পত্র দেওয়া হয়েছে।

ফিজিতে সর্বপ্রথম মার্চ মাসে করোনা রোগী শনাক্ত হয়। দেশটির সরকার দ্রুতই করোনার বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়। তা ছাড়া তারা সীমান্ত নিয়ন্ত্রণেও ছিল বেশ কঠোর অবস্থান।

দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামার মতে, প্রার্থনা, পরিশ্রম ও বিজ্ঞান মধ্য দিয়ে তারা করোনাকে জয় করেছেন।

বাইনিমারামা জানান, গত ৪৫ দিন ধরে দেশে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। সেই সাথে ফিজিতে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আর আক্রান্ত রোগীদের সেরে ওঠার হার ১০০ শতাংশ।

ফিজির মোট জনসংখ্যা প্রায় ৯৪ হাজার।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ