আজকের শিরোনাম :

বিশ্বজুড়ে করোনায় মৃত তিন লাখ ৮০ হাজার ছাড়াল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২০, ১৮:০০

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের পাশাপাশি মৃত্যু সংখ্যাও বেড়ে চলছে। মোট মৃত্যু এরই মধ্যে ৩ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ছুঁইছুঁই।

জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বিকাল ৫টা পর্যন্ত পর্যন্ত বিশ্বজুড়ে কভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ছিল ৩ লাখ ৮০ হাজার ৫৮০।

দেশ হিসেবে মৃত্যুর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র, ১ লাখ ৬ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয়স্থানে রয়েছে যুক্তরাজ্য, ৩৯ হাজার ছাড়িয়েছে।

ইতালি আছে তৃতীয়স্থানে ৩৩ হাজার ৫৩০ মৃত্যু নিয়ে। চতুর্থস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু ৩১ হাজার ছাড়িয়ে গেছে।পঞ্চমস্থানে থাকা ফ্রান্সে মৃত্যু ২৯ হাজারের কাছাকাছি। 

এদিকে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৯৫ হাজার। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ আক্রান্ত নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, ১৮ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। পাঁচ লাখ ৫৫ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে দ্বিতীয়স্থানে ব্রাজিল।

তৃতীয়স্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৪ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, ২ লাখ ৮০ হাজারের কাছাকাছি। পঞ্চমস্থানে আছে স্পেন ২ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে আক্রান্ত। বিশ্বজুড়ে সুস্থতার সংখ্যাও বাড়ছে। মোট সুস্থের সংখ্যা ২৭ লাখ ৪২ হাজার ছাড়িয়ে গেছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ