আজকের শিরোনাম :

আন্দোলনকারীদের সমর্থনে হাঁটুগেড়ে কাঁদলেন ৬০ মার্কিন পুলিশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২০, ১২:৫৩

অপরাধ একজনের, অনুতাপ সবার-আমেরিকার নর্থ ক্যারোলিনার ৬০ পুলিশ সদস্য আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করতে হাঁটুগেড়ে এই বার্তা দিয়েছেন। কেউ কেউ এসময় কান্নায়ও ভেঙে পড়েন।

জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে কয়েকজন শ্বেতাঙ্গ পুলিশ গত ২৫ মে গলায় হাঁটুচেপে হত্যা করলে দেশটিতে তীব্র আন্দোলন শুরু হয়। চলমান এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে অধিকাংশ অঙ্গরাজ্যের পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছে। তবে ব্যতিক্রম চিত্রও আছে।

ডেইলিমেইল জানিয়েছে, ফায়েটভিল অঞ্চলে গত সোমবার আন্দোলনকারীরা পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। কিন্তু তারা থামতে অপরাগতা প্রকাশ করেন। এরপর মুর্চিসন রোডে দায়িত্বে থাকা ৬০ পুলিশ সদস্য হাঁটুগেড়ে বসে পড়েন।

একটি ভিডিওতে এভাবে ৩০ সেকেন্ড থাকতে দেখা যায় তাদের।

ক্যারোলিনা পুলিশের পক্ষ থেকে পরে টুইটে জানানো হয়, ‘ব্যথা অনুভবের প্রদর্শনী হিসেবে, আমাদের জাতীয় সমতা আর ন্যায় বিচার দাবির প্রতি সমর্থন জানাতে পুলিশ সদস্যরা এভাবে নতজানু হয়েছেন।’

মিমামো মনিকা নামের এক আন্দোলনকারী ফেইসবুকে লিখেছেন, ‘পেছনে যেতে বললে আন্দোলনকারীরা প্রথমে পাগল হয়ে যায়। কিন্তু হঠাৎ করে পুলিশেরা হাঁটুগেড়ে বসে পড়েন।’

‘এই দৃশ্য দেখে নারী-পুরুষ সবাই কাঁদতে শুরু করেন। অনেক পুলিশ কাঁদতে কাঁদতে আন্দোলনকারীদের জড়িয়ে ধরেন।’

মনিকা জানান, কারফিউ ঘোষণার পর রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।

তিনি লিখেছেন, ‘এই দৃশ্য ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেবে।’

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ