আজকের শিরোনাম :

আসামের দক্ষিণাঞ্চলে ভূমিধসে নিহত অন্তত ২০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২০, ১৮:৩৬ | আপডেট : ০২ জুন ২০২০, ১৮:৪৮

ভারতের আসামের দক্ষিণাঞ্চলে ভূমিধসে প্রায় ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২রা জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। নিহতরা আসামের দক্ষিণাঞ্চলের বরাক উপত্যকার তিনটি ভিন্ন জেলার বাসিন্দা।

নিহতদের মধ্যে সাতজন কাছার জেলার, সাতজন হায়লাকান্দি জেলার এবং ছয়জন করিমগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন। এ অঞ্চলে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

অসমে মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন কমপক্ষে ৩.৭২ লক্ষ মানুষ। সেখানকার গোয়ালপাড়া জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তারপরেই রয়েছে নাগাঁও এবং হোজাই জেলা।

ওই রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী জানিয়েছে, অসমে প্রায় ২৭ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে প্রবল বন্যার কারণে। অর্থাৎ রীতিমতো জীবনের লড়াই লড়তে ব্যস্ত অসমবাসী।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ