আজকের শিরোনাম :

ব্রাজিলে করোনায় মৃত্যু ৩০ হাজার ছাড়াল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২০, ১১:৩৩

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে লাতিন আমেরিকায়। যার সবচেয়ে ভুক্তভোগী ৩০ হাজারের বেশি প্রাণ হারানো ব্রাজিল। লাতিন আমেরিকার সর্ববৃহৎ এ দেশ ইতোমধ্যে প্রাণহানিতে ইউরোপের স্পেন, ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে। ফলে, চরম বিপর্যয়ের মুখে বিশ্বের পঞ্চম বৃহৎ দেশটি। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৬৯ জনের দেহে মিলেছে করোনা সংক্রমণ। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৯ হাজার ৪০৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৭৩২ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩০ হাজার ৪৬ জনে ঠেকেছে। যদিও এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ১১ হাজারের বেশি মানুষ। 

সর্বোচ্চ মৃত্যুতে ব্রাজিল এখন চতুর্থ রাষ্ট্র। উপরে আছে ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। 

এদিকে আক্রান্ত ও প্রাণহানির এমন হারে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব সাস্থ্য সংস্থা বলেছে, ‘চলমান অবস্থা অব্যাহত থাকলে আগামী আগস্টের মধ্যে লাতিন আমেরিকার দেশটিতে মৃতের সংখ্যা সোয়া লাখ ছাড়িয়ে যেতে পারে। শুধু তাই, এ অঞ্চলের অন্যান্য দেশেও ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা।’

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ