আজকের শিরোনাম :

এল সালভাদর ও গুয়েতেমালায় ঝড় আমান্দারের আঘাতে নিহত ১৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২০, ১১:১৯

প্রশান্ত মহাসাগরে মৌসুমের প্রথম গ্রীষ্মমন্ডলীয় ঝড় আমান্দা রবিবার এল সালভাদর ও গুয়েতেমালায় আঘাত হেনেছে। এতে মারা গেছে অন্তত ১৪ জন। এ ছাড়া এর প্রভাবে বন্যা দেখা দিয়েছে এবং এ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে ঝড়ের প্রভাব মোকাবেলায় ১৫ দিনের জরুরি অবস্থা জারি করেছেন।

ঝড়ের আঘাতে যারা মারা গেছেন তারা সবাই এল সালভাদরের বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী মারিও দুরান। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করেছেন।

আমান্দার আঘাতে গাছপালা উপড়ে গেছে, আকস্মিক বন্যা দেখা দিয়েছে এবং ভূমিধস হয়েছে। এছাড়া অনেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

এদিকে প্রতিবেশী গুয়েতেমালায় ঝড়ের প্রভাবে অন্তত পাঁচটি ভূমিধস হয়েছে। এর ফলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া বন্যাও দেখা দিয়েছে বলেজানা গেছে।

আমান্দা দূুর্বল হয়ে নি¤œচাপে পরিণত হলেও কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়া আরো ভূমিধস এবং নদী উপচানো পানিতে উপকূলীয় এলাকা বন্যায় তলিয়ে যেতে পারে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ