আজকের শিরোনাম :

জার্মানিতে ফের তিন শতাধিক করোনা রোগী শনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২০, ১৯:২৪

পশ্চিম ইউরোপের দেশ জার্মানিতে নতুন করে তিন শতাধিক মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। একই সময়ে নতুন করে মারা গেছে আরও ১১ জন।

 জার্মান সরকারের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত অন্তত এক লাখ ৮১ হাজার ৮১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আট হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ