আফগানিস্তানে ‘করোনাভাইরাসের বিপর্যয় আসন্ন’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২০, ২১:৩৩

আফগানিস্তানের একটি মসজিদে ঈদের নামাজ পড়ছে মানুষ।ওসধমব পধঢ়ঃরড়হ: আফগানিস্তানের একটি মসজিদে ঈদের নামাজ পড়ছে মানুষ।

আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে দেশটিতে ‘করোনাভাইরাসের বিপর্যয় আসন্ন’।

দেশটিতে এখনও পর্যন্ত ১৫,০০০ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যতো নমুনা পরীক্ষা করা হয়েছে তার অর্ধেকের ফলাফলই এসেছে পজিটিভ।
আক্রান্তদের অর্ধেকেরও বেশি রাজধানী কাবুলের।

ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী ওয়াহিদ মাজরোহ পুনরায় লকডাউনের বিধি-নিষেধ আরোপের আহবান জানিয়েছেন।

দেশটিতে কঠোর লকডাউন জারি করা হয়েছিল কিন্তু সপ্তাহ খানেক আগে ঈদুল ফিতরের কারণে সেগুলো শিথিল করা হয়েছে।

মি. মাজরোহ বলছেন, লোকজন সামাজিক দূরত্বের নির্দেশনা ভঙ্গ করার কারণে দেশটিতে সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ