চীনের পার্লামেন্টে হংকং নিরাপত্তা আইনের অনুমোদন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২০, ২০:৪০

স্বায়ত্তশাসিত নগর হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন জারি করার বিলে অনুমোদন দিয়েছে চীনের পার্লামেন্ট।

বৃহস্পতিবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের দুই হাজার ৮৭৮ প্রতিনিধি স্ট্যান্ডিং কমিটির আনা খসড়া বিলের পক্ষে ভোট দেয়ায় তা অনুমোদন পায়। আর আইনটি পাস হওয়ার সাথে শেষ হলো চীনের তৃতীয় সংসদ অধিবেশন।

গত বছর হংকংয়ে কয়েকমাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতার পর সন্ত্রাসবাদ ও বিদেশি হস্তক্ষেপ রুখতে এ নিরাপত্তা আইনটির প্রয়োজন ছিল বলে জানিয়েছে চীন।
 
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের স্ক্রিনে ভোটের ফলাফল দেখানোর পর উল্লাস করতে দেখা যায় আইনটির সমর্থকদের।

এর আগে, ২০০৩ সালে হংকং সরকার আইনটি চালু করতে গিয়ে বাধার মুখে পড়ে। পাঁচ লাখ মানুষের প্রতিবাদের মুখে তা আর সম্ভব হয়নি। নতুন করে আইনটি চাপিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হলে গত সপ্তাহ থেকে আবারো উত্তাল হয়ে ওঠে হংকং।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ