আজকের শিরোনাম :

ক্যামেরুনে জিহাদি-সৈন্যদের সংঘর্ষে নিহত ৭

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২০, ১৩:৩৭

ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি সামরিক অবস্থানে জিহাদিদের হামলায় দুই সৈন্য নিহত হয়েছে। সামরিক বাহিনীর পাল্টা হামলায় ৫ জিহাদি নিহত হয়। একই গ্রামে মাইন বিস্ফোরণে আরও ৭ সৈন্য আহত হয়েছে। 

সেনাবাহিনীর এক কর্নেল জানান, সৈন্যদের একটি গাড়ি অতিক্রম করার সময় এসব বিস্ফোরণ ঘটানো হয়।

ওই কর্নেল ও স্থানীয় এক কর্মকর্তা এএফপিকে বলেন, ক্যামেরুনের উত্তরাঞ্চলে নাইজেরিয়া সীমান্তবর্তী এলাকা সৌরামে রাতে এ দুই হামলা চালানো হয়। রাতভর চালানো ওই হামলায় ক্যামেরুনের ২ সৈন্য নিহত হয়েছে। সেখানে সামরিক বাহিনীর পাল্টা হামলায় ৫ জিহাদি নিহত হয়।

জিহাদিদের কর্মকান্ড পর্যবেক্ষণ করা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রোভিন্স (আইএসডব্লিউএপি) এ হামলার দায় স্বীকার করেছে।

আইএসডব্লিউএপি হচ্ছে নাইজেরিয়ার বোকো হারামের একটি উপ-দল।

নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা জানান, জিহাদিদের হামলায় সামরিক বাহিনীর একটি গাড়ি বিধ্বস্ত হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক নেতা এ হামলা এবং প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। েিসখানে হামলায় বেসামরিক কোনো নাগরিক হতাহত হয়নি।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ