আজকের শিরোনাম :

এয়ার ইন্ডিয়া বিমানে করোনা রোগী, সব যাত্রী কোয়ারেন্টাইনে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২০, ১০:০২

ভারতে লকডাউনের পর বিমান চলাচলের দ্বিতীয় দিনেই ধরা পড়ল করোনা আক্রান্ত। এরপর ওই বিমানের সব যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার এয়ার ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। খবর কলকাতা ২৪।

জানা যায়, মঙ্গলবার দিল্লি থেকে লুজিয়ানাগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমানে ওই করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তির অ্যালায়েন্স এয়ারের সিকিউরিটি বিভাগে কর্মরত। এরপর সব যাত্রীকে কোয়ারেন্টাইনে নেয়া হয়।

এদিকে লকডাউন শিথিল করে গত সোমবার ভারতে বিমান চলাচল শুরু হয়। প্রথম দিনেও ইন্ডিগো বিমানে এক যাত্রীর শরীরে করোনা ধরা পড়ে। ২৩ বছর বয়সী ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ওই বিমানের ৯০ জন যাত্রীর করোনা পরীক্ষা হয়েছে, প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ হয়েছে। প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এয়ারক্রাফট ডিস-ইনফেক্ট করে ১৪ দিন পরে উড়ানো হবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ