আজকের শিরোনাম :

হংকং নিয়ে চীনে হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকাকে সতর্ক করল রাশিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২০, ০৯:৪৯

হংকং পরিস্থিতিকে কেন্দ্র করে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, চীন সরকার হংকংয়ের জন্য জাতীয় নিরাপত্তা আইন নামের যে বিল তৈরি করেছে সে সম্পর্কে আমেরিকার হস্তক্ষেপের হুমকি আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের গ্রহণযোগ্যতা নষ্ট করবে।

চীন গত বৃহস্পতিবার হংকংয়ে রাষ্ট্রদ্রোহ, বিচ্ছিন্নতা ও দেশদ্রোহ নিষিদ্ধ করে জাতীয় নিরাপত্তা আইন চালুর প্রস্তাব দিয়েছে এবং আইনটি পাসের চেষ্টা চালাচ্ছে। আইনটির পক্ষে যুক্তি তুলে ধরে চীনের কর্মকর্তারা বলছেন, সন্ত্রাসের হুমকি মোকাবেলায় এ আইন প্রয়োজন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি মার্কিন কংগ্রেসে এ সম্পর্কে একটি প্রতিবেদন পাঠিয়ে চীনকে হুমকি দিয়েছেন। পম্পেও শুক্রবার বেইজিংয়ের নিন্দা জানিয়ে বলেন, চীন হংকংয়ের ব্যাপারে যে ‘একতরফা’ ও ‘বৈরি’ আইন তৈরি করতে যাচ্ছে ওয়াশিংটন তার তীব্র নিন্দা জানাচ্ছে।

এ সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, আমেরিকা হংকং নিয়ে যে বাগাড়ম্বর করছে তা সম্পূর্ণ চীনের অভ্যন্তরীণ বিষয়। তিনি আরো বলেন, এ বিষয়ে হস্তক্ষেপের যে চেষ্টা ওয়াশিংটন করছে তাতে অন্যান্য দেশের সঙ্গে আমেরিকার সম্পর্কের গ্রহণযোগ্যতা নষ্ট হবে। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাগাড়ম্বর নজিরবিহীন হলেও তা রাশিয়ার কাছে তা অপ্রত্যাশিত ছিল না।

১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে হংকং শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করে চীন। হংকং চীনের একটি আধা স্বায়ত্বশাসিত অঞ্চল হলেও এটি স্বাধীন হয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এ কাজে মদদ যোগাচ্ছে আমেরিকা। হংকংয়ে কয়েকমাসের শান্ত অবস্থার পর চীনের এ আইন চালুর পরিকল্পনাকে ঘিরে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। রোববার হংকংয়ে বড় ধরনের বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে এবং শতাধিক ব্যক্তিকে আটক করেছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ