আজকের শিরোনাম :

যুক্তরাষ্ট্রে করোনায় ১ লাখ ছাড়াল প্রাণহানি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২০, ০১:২৩ | আপডেট : ২৭ মে ২০২০, ১২:০০

যুক্তরাষ্ট্রে করোনায় ১ লাখ ছাড়ালো প্রাণহানি। যা বিশ্বে মোট মৃত্যুর প্রায় ৩০ শতাংশ। দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে নিউইয়র্কবাসী। শহরটিতেই প্রাণ গেছে ২৯ হাজার জনের। যা একক ভাবে স্পেন এবং ফ্রান্সের চেয়েও বেশি। তবে ধিরে হলেও কিছুটা কমতে শুরু করেছে প্রাণহানি।

গেলে ২৯ ফেব্রুয়ারি প্রথম মৃত্যু দেখে ওয়াশিংটন। সেই সংখ্যা ৩ হাজারের ঘরে পৌঁছাতে সময় নেয় দীর্ঘ এক মাস। এর পর এপ্রিল থেকে জ্যামিতিক হাবে বাড়তে থাকে সেই সংখ্যা। ৭ এপ্রিল ১৫ হাজার থেকে ৫০ হাজারে পৌঁছাতে লাগে মাত্র ১৬ দিন।

তার এক মাস পর সেই সংখ্যা এখন ছাড়িয়েছে লাখের কোঠায়। মৃত্যুর দিক থেকে নিউইয়র্কের পরের রয়েছে, নিউজার্সি, ম্যাসাচুসেটস, মিশিগান। এদিকে, বিশ্বজুড়ে প্রাণহানি এখন সাড়ে তিন লাখ ছুঁইছুঁই। আক্রান্ত প্রায় ৫৬ লাখ মানুষ।

সোমবার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৯০ হাজারের বেশি। এদিন সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। মারা গেছেন ৮শ’র বেশি মানুষ। এছাড়া স্পেনে মৃতদের স্মরণে ১০ দিনের শোক জাতীয় ঘোষণা করা হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ