আজকের শিরোনাম :

করোনা সংকটে ফ্রান্সের ক্ষতি ৪৯০ বিলিয়ন ডলার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২০, ১৬:৩০

করোনাভাইরাস সংকটে ফ্রান্সের এ পর্যন্ত অন্তত ৪৫০ বিলিয়ন ইউরোর (প্রায় ৪৯০ বিলিয়ন মার্কিন ডলার) সমান অর্থনৈতিক ক্ষতি হয়েছে, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২০ শতাংশের সমান। সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো ল্যঁ মেয়ার।

বিশ্বের মধ্যে সর্বাধিক করোনা সংক্রমিত দেশগুলোর মধ্যে অন্যতম ফ্রান্স। সেখানে ইতোমধ্যেই প্রায় ১ লাখ ৮৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৮ হাজারেরও বেশি। অর্থনীতিতে করোনার ধাক্কা সামলাতে মার্চের মাঝামাঝি থেকেই রাষ্ট্রীয় ভর্তুকিতে কর্মজীবীদের দীর্ঘমেয়াদী ছুটি, রাষ্ট্রীয় গ্যারান্টিতে ঋণ, শুল্কছাড়সহ নানা সহায়তা দিচ্ছে দেশটির সরকার।

ফরাসি অর্থমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রীয় গ্যারান্টিতে ঋণের জন্য মোট ৩০০ বিলিয়ন ইউরোর সীমা নির্ধারিত হয়েছে। এ পর্যন্ত সরকার ১১০ বিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে, বাকিটা আগামী ১০ জুন ২০২০ সালের বাজেট ঘোষণার সময় জানানো হবে।

ফ্রান্সে সরকারের নেয়া সবচেয়ে ব্যয়বহুল পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম রাষ্ট্রীয় ভর্তুকিতে দীর্ঘমেয়াদী ছুটি। আগামী জুন থেকেই এই সুবিধা সীমিত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

মেয়ার জানান, করোনার সংকটকালে এতদিন প্রতিষ্ঠানের কর্মীদের মোট বেতনের ৭০ শতাংশ বহন করেছে সরকার। ধীরে ধীরে এর পরিমাণ কমিয়ে আনা হচ্ছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ