আজকের শিরোনাম :

হেলসিংকিতে বৈঠকে ট্রাম্প-পুতিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৮, ১৯:৪৪

ঢাকা, ১৬ জুলাই, এবিনিউজ : সব অনিশ্চয়তা আর বিতর্ককে পাশ কাটিয়ে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে মুখোমুকি বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ সোমবার বিকেলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে হেলসিংকির প্রেসিডেনশিয়াল প্যালেসে বিশ্বের প্রভাবশাশালী দুই নেতার বৈঠক শুরু হয়। নিজ নিজ দেশে ক্ষমতায় আসার পর এই প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে বসলেন ট্রাম্প-পুতিন।

বিশ্লেষকরা বলছেন, এ শীর্ষ বৈঠক নিয়ে নিজ দেশে রাজনৈতিক চাপের মুখে পড়তে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, অন্যদিকে এটি রাশিয়ার প্রেসিডেন্টের জন্য একটি ভূরাজনৈতিক বিজয়।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্ত চলাকালে পুতিনের সঙ্গে ট্রাম্পকে বৈঠক না বসার আহ্বান জানিয়েছিলেন

ডেমোক্র্যাটরা। তাদের ভাষ্য, ‘পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নয়।’ ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানরাও ট্রাম্পকে ওই বৈঠকে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সিনেটর ম্যাককেইন মন্তব্য লড়েছিলেন, ট্রাম্প যদি পুতিনকে দায়ী করার বিষয়ে প্রস্তুতি নিয়ে না থাকেন, তাহলে তার উচিত হবে না ওই বৈঠকে যোগ দেওয়া।
কিন্তু ওইসব পরামর্শকে পাত্তায় দিলেন ডোনাল্ড ট্রাম্প। বরং যুক্তরাষ্ট্রের বোকামি ও নির্বুদ্ধিতার কারণে বর্তমানে রুশ মার্কিন সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় পৌছেছে বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প-পুতিনের এ বৈঠকে নির্দিষ্ট কোনও বিশেষ ইস্যু নেই। মূলত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্যই চেষ্টা করবেন দুই দেশের দুই নেতা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ